'আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত।' ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মধ্যপ্রদেশের আদিবাস🀅ী কল্যাণ মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি আর গাভাই মন্ত্রীর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে জানান, সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। অন্যদিকে, মধ্যপ্রদেশ হাইকোর্ট মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-তরুণ-তরুণীদের স্বপ্ন🦋পূরণের হাতছানি! ইউপিএসসি ২০২৬ সালের পরীক্ষার ক্যালেন🌜্ডার প্রকাশ্যে
ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় গত বুধবার বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। গ্রেফতারি এড়াতে অন্তর্বর্তী🌞 সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মন্ত্রী বিজয়।কিন্তু প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ বিজেপি নেতার আবেদনে কর্ণপাত করেনি ৷ বরং মন্ত্রীকে রক্ষা করার জন্য পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন, ‘কী ধরনের মন্তব্য করছেন? আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত। যান, গিয়ে হাইকোর্টে ক্ষমাপ্রার্থনা করুন।’ অন্তর্বর্তী সুরক্ষা প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘আপনার একদিনে কিছুই হবে না। আপনি ভাল করেই জানেন, কে আপনি।’ অন্যদিকে, মধ্যপ্রদেশ পুলিশ যে ভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে, তা নিয়ে ধমক দিয়েছে হাইকোর্ট।
আরও 🃏পড়ুন-তরুণ-তরুণীদের স্বপ্নপূরণের হাতছানি! ইউপিএসসি ২০꧋২৬ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ্যে
মধ্যপ্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য
সম্প্রীতি মন্ত্রী বিজয় শাহ বলেন, 'ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই কไরে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছඣে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।' কর্নেল কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। বিজয়ের ওই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস।তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।