বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের অবস্থানের নিরিখে মে মাস খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে পাপী গ্রহ রাহু, মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভে প্রবেশ করবেন। কুম্ভ আবার শনিদেবের রাশি। ফলত, কুম্ভে রাহুর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। জ্যোতিষ গণনা অনুসারে ১৮ মে ছায়াগ্রহ রাহু, বিকেল ৪.৩০ মিনিটে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে যাবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা পাবেন লাভ? দেখে নিন।
রাহু ও শনির সম্পর্ক:-
শাস্ত্র অনুসারে রাহুকে শনিদেবের ছায়া বলে মনে করা হয়। এরফলে রাহু আর শনির মিত্রতার বাব রয়েছে। ফলে রাহু নিজের বন্ধু, শনির ঘরে যাওয়ার ফলে ১৮ বছর বাদে নিজের সাম্রাজ্য প্রাপ্ত করতে চলেছেন। রাহু এই গোটা সময়টা একাই কুম্ভ রাশিতে বিরাজ করবেন। আর বহু রাশির জাতক জাতিকার ওপর কৃপা করবেন।
( ভারত ‘ নিজের খেয়াল রাখতে পারবে’, এদেশে অ্যাপেল-র প্ল্যান্ট বাড়ুক.. চান না ট্রাম্প! বার্তা কুককে)
মকর
এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। রাহু, কুম্ভ রাশিতে যাওয়ায় তা থেকে বহু লাভ পাবেন। আপনার বহু শখ, ইচ্ছাকে পূরণ করে দিতে কৃপা করবেন রাহু। বিগত সময়ে টাকা পয়সা নিয়ে যা স্বপ্ন ছিল তা পূরণ হতে পারে। বেশি টাকা অর্জন করায় সফল হতে পারেন। শত্রু পরাস্ত হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকতে চলেছে। যার ফলে ধন সঞ্চিত করার ক্ষেত্রে সফল হবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিদেশ থেকে কিছু টাকা কড়ি আসতে পারে।