অপারেশন সিঁদুরের সাফল্য ♔নিয়ে দলীয় সাংসদ সৌগত রায়ের বক্তব্যের পাশে নেই তৃণমূল। দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তরফে এমনই জানানো হয়েছে। তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, সৌগত রায়ের মন্তব্যকে তারা সমর্থন করে না। এর ফলে কি তৃণমূলের অন্দরে বৃদ্ধ সৌগত রায় আরও কোণঠাসা হয়ে পড়লেন? উঠছে সেই প্রশ্ন।
অপারেশন সিঁদুরের সাফল্যে যখন গোটা দেশের মানুষ ভারতীয় সেনাকে স্যালুট জানাচ্ছে তখন সৌগত রায়ের মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। দমদমের তৃণমূল সাংসদ বলেন, 'কোনও যুদ্ধই হয়নি। ব্যাপারট🌳া প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিকে গিয়েছে। দু-একটা মিসাইল এদিক থেকে ওদিকে গিয়েছে। কোনও মেজর তফাৎ হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে ? তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে। আমি তো দেখছি ছবিতে, ওই একটা দু'টো মাসুদ আজাহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি... একে জঙ্গিঘাঁটি ধ্বংস করা বলে ? পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি? সেই প্রমাণগুলি দিন না। নেতৃত্ব তো কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না।' সৌগতবাবু আরও বলেন, ‘এরকম ভাবে ট্রাম্পের কথায় রাজি হওয়া উচিত হয়নি।পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি♊। আর এই সিঁদুর-টিঁদুর হল মাসি সেন্টিমেন্ট। চটচটে আবেগ।’
সৌগতবাবুর এই মন্তব্যের থেকে দূরত্ব বাড়িতে এদিন তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, ‘স্পষ্ট করে জানাচ্ছি যে সাংসদ অধ্যাপক সৌগত রায়ের মন্তব্য তৃণমূল কংগ্রেসের মতামত নয়।’ তৃণমূলের এই পদক্ষেপে প্রশ্ন উঠছে, তবে কি দলে আরও কোণঠাসা হয়ে পড়লেন সৌগত। গত বিধানসভা ভোটের আগে দলের অন্যতম মুখপাত্রের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত রায়কে। আ🍷রেকটা বিধানসভা নির্বাচনের আগে তার সাথেই দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল।