ভেজা কাপড় মিলতে গিয়ে বিপত্তি! বৈদ্যুতিন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার প্রিন্স গোলাম মহম্মদ হোসেন শাহ রোডে। মৃত মহিলার নাম অনিতা রায় (৩৪)। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মহিলার মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: আইসক্রিম কারখানায় ঠাকুরকে প্রণাম করে ঘুরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালিকের
জানা গিয়েছে, মহিলা বিবাহিতা। গত কয়েক বছর ধরে বাবা মায়ের সঙ্গে প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাড়িতে থাকছিলেন। বুধবার সকালে স্নান করার পর বাড়ির সামনে তারে কাপড় মেলতে গিয়েছিলেন। সেই সময় কোনওভাবে বৈদ্যুতিন তারের সংস্পর্শে চলে আসেন অনিতা। কিছুক্ষণ পরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাই তারক রায়। পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় তিনি দিদিকে উদ্ধার করে তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ।
পুরসভা সূত্রের খবর, সেখানকার একটি জায়গায় বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়েছিল রাস্তার লাইটপোস্ট থেকে হুকিং করে। তারমধ্যে একটি তার ওই বাড়িতে ঢুকেছিল। সেই তাদের ওপরেই জামা-কাপড় মেলা হত। পুলিশের অনুমান, ওই তারের কোনও একটি জায়গায় প্লাস্টিকের কভার বা আবরণ ছিল না। অনিতার ভেজা হাত সেখানে পড়তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্টের পর তাঁর মৃত্যুর বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলে মনে করছে পুলিশ। এর পাশাপাশি মৃতার স্বামী এবং সন্তানের সঙ্গেও কথা বলছে পুলিশ।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, এই দুর্ঘটনার পরেই পরিবারের সঙ্গে দেখা করতে যান বিধায়ক দেবাশিস কুমার ও কাউন্সিলর মৌসুমি দাস।