রাতভর দফায় দফায় লাঠিপেটা করার পর বিধাননগরের বিকাশ ভবনের সামনে চাকরিহারা♑ শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ। শিক্ষকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ওদিকে শুক্রবার ধিক্কার দিবসে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করে আন্দোলনরত শিক্ষকদের রোখার চেষ্টা করে পুলিশ। শিক্ষকরা সেই ব্যারিকেড তুলে সরিয়ে ফেলেন। এর পর বিকাশ ভবনের সামনে ধরনায় বসে পড়েন তাঁরা। শিক্ষকদের একটাই দাবি, যোগ্যদের চাকরি ফেরাতে হবে সরকারকে।
বৃহস্পতিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে নির্বিচারে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠিতে একাধিক শিক্ষকের পা ভেঙেছে, মাথা ফেটেছে। আহত হয়েছেন বহু। রাতভর পুলিশের এই বর্বরতার পর শুক্রবার সকালে বিকাশ ভবনের সামনে আরও বাড়ানো হয় পুলিশের সংখ্যা। আন্দোলনকারীদের এক নেতা জানিয়েছেন, আমরা আমাদের হকের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন করতে নেমে পুলিশের লাঠি খেয়েছি। পুলিশ আবার মারলে আবার মার খাব। কিন্তু এখান থেকে সরব না। এখানে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এসে আমাদে♔র কথা বলুন। আন্দোলনকারীদের সাফ কথা, পুলিশ আমাদের ওপর অত্যাচার চালিয়ে এখন আমাদের বিরুদ্ধেই মামলা করছে? এই পুলিশকে ধিক্কার।
বৃহস্পতিবার রাতের ঘটꦬনা নিয়ে বিধাননগর পুলিশ এক আধিকারিক বলেন, ‘গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছে।🐲 বিকাশ ভবনের কর্মচারীরা আটকে পড়েছিলেন। আমাদের বরিষ্ঠ আধিকারিকরা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিকাশ ভবনের কর্মীদের বাড়ি যেতে দিতে বলেন। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি ছিলেন না। ফলে পরিস্থিতি মোকাবিলায় সমানুপাতিক হারে আমাদের পদক্ষেপ করতে হয়েছে।’