সারেগামাপা-২০২৪ শেষ। তবুও এবার এখনও দর্শকদের সকলের মন ছুঁয়ে রয়েছে গানের এই রিয়েলিটি শো। দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে এই রিয়েলিটি শোয়ের নানান সুন্দর মুহূর্ত…। অনেকেরই প্রশ্ন প্রতিযোগিতা শেষে এখন কী করছেন শোয়ের প্রতিযোগীরা? কী করছেন দেয়াশিনী, অতনু, ময়ূরী, সাঁই আরাত্রিকা, অনীকরা?
সারেগামাপা-২০২৪ শেষে কীভাবে সময় কাটছে অনীকের, তারই কিছু ঝলক উঠে এসেছে ফেসবুকের পাতায়। যেখানে দেখা গেল, এই মুহূর্তে গ্রামের বাড়িতে ছুটে বেড়িয়ে, খেলাধুলা করে, আর পাঁচজন কিশোরের মতোই দিন কাটছে অনীকের। সময় কাটছেন ছোট্ট ভাই আর পরিবারের অন্যান্যদের সঙ্গে।
প্রসঙ্গত, মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স মাত্র ৭। সম্প্রতি ফেসবুকের পাতায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা গেল, গাঁদা ফুলের গাছ দিয়ে ঘেরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে অনীক। সে বলছে, ‘কেমন আছো বন্ধুরা? এটা আমার মামার বাড়ি। আর এইটা আগের মাটির বাড়ি। এই দেখো কত সুন্দর গাঁদাফুল গাছ।’ এই ভাবেই গোটা বাড়ি ও বাড়ির চারপাশ দেখাতে থাকে ছোট্ট অনীক। আর এরপরই ছুটে আসে অনীকের ছোট্ট ভাই। তাকে দেখে অনীক বলে, ‘এটা আমার ভাই।’ এরপরই দাদার কথা শুনে সকলকে টাটা করতে থাকে অনীকের ছোট্ট ভাই।