বৃহস্পতিবার তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিন। গত বছরটাও একা একাই প্রাক্তন স্বামীর জন্মদিন পালন করেছিলন তিনি। তবে এবার আর ওই রাস্তা দিয়ে হাঁটেননি। শুবেচ্ছাবার্তা দিলেও, হয়নি কোনো বিশেষ আয়োজ। তাহলে কি তথাগত আর আলোকবর্ষার সম্পর্কে শিলমোহর পড়তে, দূরত্ব বাড়ল আরও?
২০২২ সাল নাগাদ ছাদ আলাদা হয়েছে দেবলীনা ও তথাগতর। সেই সময় শোনা যায়, ভটভটি-পরিচালক তাঁর ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমে পড়েছেন। এমনকী, দুজনের একান্ত যাপনের আভাসও মিলেছিল মাঝেমধ্যে। তবে বিবৃতি বা তথাগত কেউই এই জল্পনায় দেননি সিলমোহর। কিন্তু ২০২৫ সালে এসে, তথাগত জানান যে ১৬ বছরের ছোট আলোকবর্ষার সঙ্গে প্রেম করছেন তিনি। তাঁর পরিচালিত ‘রাশ’-এর সেটে কাজ করেছিলেন আলোকবর্ষা। আর সেখানেই জমে প্রেম।
তথাগতর এবারের জন্মদিনে কী করলেন জানতে চাওয়া হলে, দেবলীনা আনন্দবাজারকে জানালেন যে, তথাগতকে বন্ধু বলতে আর রাজি নন তিনি। আগে বন্ধু ছিলেন ঠিকই। তবে এখন যোগাযোগ দুজনের কিছু পোষ্য, আর সিনেমার কাজ নিয়েই। দেবলীনার কথায়, ‘এটাকে আর বন্ধুত্ব বলা যায় না। তবে অবশ্যই পরস্পরকে আমরা সম্মান করি।’
নিজের জন্মদিন করতে অসমে ঘুরতে গিয়েছেন পরিচালক-অভিনেতা। দেবলীনার স্পষ্ট জবাব, তিনি সবসময়ই ভালো চান তথাগতর। জন্মদিনে চান, মুক্তি পেতে চলা ‘রাশ’ যেন সাফল্য পায়।
এদিকে, সম্প্রতি নিবেদিতা অনলাইনের সঙ্গে দেবলীনার কথা প্রসঙ্গে তথাগতকে বলতে শোনা গেল, ‘একজন প্রাক্তন স্ত্রীর সঙ্গে যেমন সম্পর্ক হয়…’! স্বভাবতই এরপর প্রশ্ন ওঠে, ডিভোর্স প্রক্রিয়া কি শুরু হয়েছে। তাতে তথাগত বলেন, ‘আমাদের লিগ্য়ালি… আমি না এটা নিয়ে আর কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি না।আমাকে আলোকবর্ষাকে নিয়ে প্রশ্ন করলে, আমি নির্দ্বিধায় বলব, হ্যাঁ আমরা প্রেম করছি।’
খবর, বিয়ের চিন্তাভাবনাও রয়েছে আলোকবর্ষা আর তথাগতর। যদিও তা এখনই নয়। তথার মতে, ‘আলোকবর্ষা এখনও অনেক ছোট। সামাজিক বৈবাহিক সম্পর্কের কথা, আগামীতে নিশ্চয়ই ভাবব…’! এমনকী, দেবলীনাকেও বলতে শোনা গিয়েছিল, ‘গত তিন বছর ধরে ছাদ আলাদা হলেও, ডিভোর্সের দরকার পড়েনি কারও। এবার ও যদি আমার থেকে ডিভোর্স চায়, আমার কোনো সমস্যা নেই তাতে।’
দেবলীনার সঙ্গে ক্রমাগত নাম জড়াচ্ছে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের। সৌম্যও ডিভোর্সি। স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছিলেন। যা স্থায়ী হয় আট বছর। আপাতত মেয়েকে নিয়ে একাই থাকেন স্বরলিপি।