ট্রোল হওয়া উর্বশী রাউতেলার কাছে নিত্যদিনের বিষয়। সস্প্রতি 'ডাকু মহারাজ' ছবিতে ৬৮ বছরের অভিনেতার সঙ্গে অভিনয় করে তীব্র ট্রোলের মুখে পড়েন। আবার সইফ আলি খানের উপর হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে গিয়ে নিজের হিরে বসানো ঘড়ি দেখিয়ে বসেন। ব্যাস ওমনি শুরু হয় ট্রোলিং। এই সমালোচনায় অনেকেই উর্বশীকে ‘Beauty With No Brain’ (সুন্দরী অথচ বুদ্ধি এক্কেবারেই নেই) বলেও কটাক্ষ করে বসেন।
সম্প্রতি এই নিন্দেরই জবাব দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?
ট্রোলিং নিয়ে সংবাদমাধ্যমকে উর্বশী বলেন, ‘বিষয়টি হল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দুই জনপ্রিয় তারকা শাহরুখ কিংবা সলমন, এদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়েন না, তাহলেই বলুন কী আর করা যাবে!’
দেখুন ঠিক কী বলেছেন উর্বশী! নিজের লিঙ্কে ক্লিক করুন…
এই ভিডিয়োর নিচে এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘উনি কোনওভাবেই নিজেকে নরেন্দ্র মোদী কিংবা শাহরুখ বা সলমন খানেদের সঙ্গে তুলনা করেননি’। কারোর মন্তব্য, 'উনি একই সঙ্গে বিভ্রান্তিকর কিন্তু আইকনিক।' কারোর মন্তব্য, ‘কেউ কী ভীষণ বিভ্রান্তিকর হতে পারে!’