CT 2025: শুধু ইংল্যান্ড নয়, পার পায়নি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, গত ১৬ মাসে ICC ইভেন্টে আফগানিস্তানের হাফ-ডজন অঘটন Updated: 27 Feb 2025, 01:11 PM IST Abhisake Koley AFG vs ENG, Champions Trophy 2025: বুধবার লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নেয় আফগানিস্তান এবং ব্রিটিশদের ছিটকে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।