Encounter in Kashmir: রবিতে শুরু অভিযান, বুধে এনকাউন্টার, কাশ্মীরে শহিদ ২ ক্যাপ্টেন-সহ সেনার ৪ জন Updated: 22 Nov 2023, 09:41 PM IST Ayan Das জঙ্গিদের সন্ধানে রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে শুরু হয় অপারেশন। বুধবার থেকে শুরু হয়েছে গুলির লড়াই। সেই লড়াইয়ে মৃত্যু হয়েছে ভারতীয় সেনার চারজনের। তাঁদের মধ্যে দু'জন ক্যাপ্টেন আছেন। একজন হাবিলদার এবং একজন জওয়ান। চলছে এনকাউন্টার।