ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। পাকিস্তানের ওপেনাররা দারুণ শুরু করেন। পরে তাহির মিডিল অর্ডারে দারুণ ব্য়াট করেন। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করে ৩৫২/৮ রান। ভারত এই রান তাড়া করতে নেমে ২২৪ রানেই শেষ ভারতের ইনিংস। পকিস্তান জিতল ১২৮ রান।
১২৮ রানে জিতল পাকিস্তান (ছবি-টুইটার)
পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করে ৩৫২/৮ রান। ভারত এই রান তাড়া করতে নেমে ২২৪ রানেই শেষ ভারতের ইনিংস। পকিস্তান জিতল ১২৮ রান।
23 Jul 2023, 09:19 PM IST
২২৪ শেষ ভারতের ইনিংস
২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ফলে ১২৮ রানে ফাইনাল ম্যাচ জিতল পাকিস্তান।
23 Jul 2023, 09:15 PM IST
আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠবেই
৩৯.১ ওভারে যুবরাজকে বল করেছলেন ওয়াসি জুনমিয়ার। তবে সেই বল ফুলটস যুবরাজের প্যাডে লাগে। দেখে বোঝা যাচ্ছিল যে এটি আউট হয়ে গিয়েছে। তবে আম্পায়ার পাকিস্তানের ক্রিকেটারদের আবেদনে সারা দেননি। এবং নট আউটের সিদ্ধান্ত নেন।
23 Jul 2023, 09:03 PM IST
নবম উইকেটের পতন
আউট হলেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। ২১২ রানে ৯ উইকেট হারাল ভরত।
23 Jul 2023, 08:59 PM IST
মাত্র ৬২ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত
১৯.৫ ওভারে অভিষেক শর্মা যখন আউট হয়েছিলেন তখন স্কোর বোর্ডে ছিল ১৩২ রান। পরে হর্ষিত রানা যখন আউট হলেন তখন স্কোর বোর্ডে ১৯৪/৮ রান ছিল। অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ ভারতীয় মিডল অর্ডার। ৬২ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত।
23 Jul 2023, 08:53 PM IST
৩৫ ওভারে ভারতের স্কোর ২০৫/৮
পাকিস্তানকে জিততে হলে আর দুই উইকেট নিতে হবে। মানব সুতার ১২ বলে শূন্য রান করে ক্রিজে রয়েছেন, রাজবর্ধন হাঙ্গার্গেকর ৬ রান করে ক্রিজে রয়েছেন।
23 Jul 2023, 08:43 PM IST
২০০ টপকাল ভারত
আট উইকেট হারিয়ে ২০০ টপকাল ভারত। এখন কঠিন লক্ষ্যের সামনে ভারতীয় এ দল।
23 Jul 2023, 08:41 PM IST
৩২ ওভারে ভারতের স্কোর ১৯৯/৮
সুতার ও রাজবর্ধন হাঙ্গার্গেকর ক্রিজে রয়েছেন। কঠিন পরিস্থিতির সামনে ভারতের ইনিংস।
23 Jul 2023, 08:36 PM IST
আউট হলেন হর্ষিত রানা
ভারতের আট নম্বর উইকেটের পতন। ৯ বলে ১৩ রান করে আউট হলেন হর্ষিত রানা।
23 Jul 2023, 08:34 PM IST
৩১ ওভারে ভারতের স্কোর ১৮৮/৭
হর্ষিত রানা ও মানব সুতার ক্রিজে রয়েছেন। ভারতকে এখনও ১৯ ওভারে এখনও ১৬৫ রান করতে হবে। তাদের হাতে রয়েছে মাত্র তিন উইকেট।
23 Jul 2023, 08:32 PM IST
আউট রিয়ান
আউট হয়ে গেলেন রিয়ান পরাগ। সপ্তম উইকেটের পতন। ভারতের সামনে ম্যাচের সবকিছুই যেন কঠিন হয়ে গেছে।
23 Jul 2023, 08:24 PM IST
আউট ধ্রুব, চাপে ভারত
ভারতের চাপ আরও বেড়ে গিয়েছে। ধ্রুব জুরেল ৯ রান করে সাজঘরে ফিরলেন। ছয় নম্বর উইকেটের পতন হতেই চাপ বেড়েছে ভারতের।
23 Jul 2023, 08:15 PM IST
২৬ ওভারে ভারতের স্কোর ১৬৫/৫
ভারতকে জিততে হলে ২৪ ওভারে ১৮৮ রান করতে হবে। তাদের হাতে রয়েছে পাঁচ উইকেট।
23 Jul 2023, 08:12 PM IST
আউট যশ ধুল
মুকিনের বলে ৩৯ রান করে আউট হলেন দলের অধিনায়ক যশ ধুল। চাপে ভারতীয় দল।
23 Jul 2023, 08:10 PM IST
২৫ ওভারে ভারতের স্কোর ১৫৭/৪
ধুল ৩৮ রান করে মাঠে আছেন এখন জুরেল তাঁকে সাহায্য করার জন্য মাঠে এসেছেন।
23 Jul 2023, 08:08 PM IST
চতুর্থ উইকেটের পতন
আউট হলেন সিন্ধু। ১০ রান করে মুবাসিরের বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সিন্ধু।
23 Jul 2023, 08:04 PM IST
১৫০ টপকাল ভারত
১৫০ রান টপকাল ভারত। ভারতকে লক্ষ্যে পৌঁছাতে হলে এখনও অনেক রাস্তা যেতে হবে।
23 Jul 2023, 07:59 PM IST
২২ ওভারে ভারতের স্কোর ১৪৫/৩
ধুল ২৯ ও সিন্ধু ৭ রান করে ক্রিজে রয়েছেন। জিততে হলে ভরতের ২৮ ওভারে ২০৮ রানের দরকার।
23 Jul 2023, 07:54 PM IST
২১ ওভারে ভারতের স্কোর ১৩৭/৩
যশ ধুল ২৭ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। সিন্ধু তিন রান করে ক্রিজে রয়েছেন।
23 Jul 2023, 07:51 PM IST
২০ ওভারে ভারতের স্কোর ১৩২/৩
চাপে ভারত। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/৩ রান। ৩০ ওভারে ভারতের দরকার ২২১ রান।
23 Jul 2023, 07:50 PM IST
আউট অভিষেক
পঞ্চাশ রানের পার্টনারশিপ হওয়ার পরেই আউট হলেন অভিষেক শর্মা। সুফিয়ান মুকিমের বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান অভিষেক শর্মা। ১৯.৫ বলে তৃতীয় উইকেটের পতন হল। ভারতের স্কোর ১৩২/৩ রান।
23 Jul 2023, 07:46 PM IST
১৯ ওভারে ভারতের স্কোর ১২৪/২
এই ওভারে ৮ রান করল ভারতীয় দল। অভিষেক শর্মা ৪৮ বলে ৫৪ রান করে খেলছেন এবং ধুল ২৪ বলে ২২ রানে অপরাজিত রয়েছেন।
23 Jul 2023, 07:42 PM IST
১৮ ওভারে ভারতের স্কোর ১১৬/২
ধুল নিজের ব্যাটে গিয়ার বদলাচ্ছেন। রানের গতি বাড়াতে চাইছে ভারত। ৩২ ওভারে ভারতের দরকার ২৩৭ রান।
23 Jul 2023, 07:39 PM IST
১৭ ওভারে ভারতের স্কোর ১০৬/২
জিততে হলে ৩৩ ওভারে ভারতের দরকার ২৪৭ রান। অভিষেক ৫১ রানে অপরাজিত রয়েছেন, ধুল ১৪ বলে ৭ রান করে খেলছেন।
23 Jul 2023, 07:31 PM IST
অভিষেকের পঞ্চাশ
৪৪ বলে পঞ্চাশ করলেন অভিষেক শর্না। ১৬তম ওভারে ভারত ১০০ রান টপকাল। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৩/২ রান।
23 Jul 2023, 07:29 PM IST
১০০ টপকাল ভারত
১৫.৪ ওভারে ১০০ টপকাল ভারত। অভিষেক শর্মা ৪৮ রান করে ক্রিজে রয়েছেন, ধুল ৫ রানে ক্রিজে রয়েছেন।
23 Jul 2023, 07:22 PM IST
১৪ ওভারে ভারতের স্কোর ৮৮/২
এখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে ধরার চেষ্টা করবে ভারত। তবে ৩৬ ওভারে ভারতকে এখনও ২৬৫ রান করতে হবে।
23 Jul 2023, 07:18 PM IST
১৩ ওভারে ভারতের স্কোর ৮২/২
আম্পায়ারের ভুলে কি দুই উইকেট হারাল ভারত? এই প্রশ্নটাই তুললেন ক্রিকেট ভক্তরা। যেহেতু এই ম্যাচে DRS নেওয়ার কোনও উপায় নেই, তাই সাই সুদর্শন ও নিকিন জোসকে সাজঘরে ফিরতে হয়।
23 Jul 2023, 07:16 PM IST
আবার বিতর্কিত আউট!
নিকিন জোস কি আউট ছিলেন? প্রশ্ন তুলছন সকলেই। মহম্মদ ওয়াসিম জুনিয়ারের বলে থাই প্যাডে লেগে বল উইকেটরক্ষকের হাতে যায়, সেই সময়ে আম্পায়ার এটিকে ক্যাচ আউট দেন। যা দেখে ওবাক হন নিকিন। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন যে এটি তাঁর ব্যাটে লাগেনি। তবু নিকিনকে সাজঘরে ফিরিয়ে দেন আম্পায়ার।
23 Jul 2023, 07:13 PM IST
১২ ওভারে ভারতের স্কোর ৭৬/১
অভিষেক শর্মা ৩২ রান করে খেলছন এবং জোস সাত রান করে ক্রিজে রয়েছেন। জিততে হলে ৩৮ ওভারে ভারতের দরকার ২৭৭ রান।
23 Jul 2023, 07:09 PM IST
১১ ওভারে ভারতের স্কোর ৭৩/১
অভিষেক ৩২ রান করে ক্রিজে রয়েছেন। জোস আট বলে চার রান করে ক্রিজে রয়েছেন।
23 Jul 2023, 07:06 PM IST
সাই সুদর্শন কি আউট ছিলেন?
সাই সুদর্শনের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর্শাদ ইকবাল কি নো বল করেছিলেন? এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে। থার্ড আম্পায়ারের দিকে আঙুল উঠেছে।
23 Jul 2023, 07:02 PM IST
নয় ওভারে ভারতের স্কোর ৬৫/১
ভারতকে জিততে হলে ৪১ ওভারে করতে হবে ২৮৮ রান। আউট হয়েছেন সাই সুদর্শন। মাঠে রয়েছেন অভিষেক শর্মা ও নিকিন জোস।
23 Jul 2023, 06:58 PM IST
আউট সাই সুদর্শন
প্রথম উইকেট তুলে নিল পাকিস্তান। ২৮ বলে ২৯ রান করে আর্শাদ ইকবালের বলে মহম্মদ হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সাই সুদর্শন। ভারতের স্কোর ৮.৩ ওভারে ৬৪/১ রান।
23 Jul 2023, 06:44 PM IST
৫০ টপকাল ভারত
৬ ওভারের মধ্যেই ৫০ টপকাল ভারত। ৬ ওভার শেষে ভারতের স্কোর ৫৬/০ রান। অভিষেক শর্মা ২৬ ও সাই সুদর্শন ২৩ রান করে খেলছেন।
23 Jul 2023, 06:41 PM IST
পাঁচ ওভারে ভারতের স্কোর ৪৫/০
রানের গতি বাড়াচ্ছে ভারত। সাই ১৬ বলে ২২ ও ১৪ বলে ২১ রান করেছেন অভিষেক।
23 Jul 2023, 06:35 PM IST
চার ওভারে ভারতের স্কোর ৩০/০
ভারতের দুই ওপেনার ধীরে ধীরে রানের লক্ষ্যে এগিয়ে চলেছে। কোনও ভুল করতে চায় না ভারতীয় ওপেনাররা।
23 Jul 2023, 06:34 PM IST
তৃতীয় ওভারে ভারতের স্কোর ২২/০
এই ওভারে ১২ রান নিল ভারত। রানের গতি বাড়াচ্ছে ভারত।
23 Jul 2023, 06:29 PM IST
বেঁচে গেলেন সাই সুদর্শন
পাকিস্তান দল যখন সাই সুদর্শনের উইকেট পেয়েগেছে বলে সেলিব্রেশন করছিলেন তখন সাই সুদর্শনের ঝাঁপ তাঁকে বাঁচিয়ে নিল।
23 Jul 2023, 06:26 PM IST
দ্বিতীয় ওভারে ভারতের স্কোর ১০/০
সাই সুদর্শন ৬ বলে পাঁচ ও অভিষেক শর্মা ৬ বলে পাঁচ রান করে ব্যাটিং করছেন।
23 Jul 2023, 06:21 PM IST
প্রথম ওভারে ভারতের স্কোর ৫/০
প্রথম ওভারে ধীরে শুরু করল ভারত এ দল। সাই সুদর্শন তিন রান করলেন। ভারত তুলল পাঁচ রান।
23 Jul 2023, 06:16 PM IST
ব্যাটিং করতে নামল ভারত
শুরু ভারতের ইনিংস। সাই সুদর্শন ও অভিষেক শর্মা ব্য়াট করতে নামলেন।
23 Jul 2023, 05:49 PM IST
ভারতের লক্ষ্য ৩৫৩ রান
ভারতকে জিততে হলে ৩৫৩ রান করতে হবে। এখন ভারতের ব্যাটিং-এর দিকে সকলে তাকিয়ে রয়েছে।
23 Jul 2023, 05:47 PM IST
পাকিস্তান তুলল ৩৫২/৮ রান
৫০ ওভারের শেষে পাকিস্তান তুলল ৩৫২/৮ রান। ভারতকে এই ম্যাচ জিততে হলে ৩৫৩ রান করতে হবে।
23 Jul 2023, 05:45 PM IST
৩৫০ টপকাল পাকিস্তান
পাকিস্তান দল ৩৫০ টপকাল। ভারতের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ।
23 Jul 2023, 05:41 PM IST
৪৯ ওভারে পাকিস্তানের স্কোর ৩৪৪/৮
আর ৬ রান করলেই ৩৫০ স্কোর তুলতে পারবে পাকিস্তান। ভারত কী করে সেটাই এখন দেখার।
23 Jul 2023, 05:35 PM IST
৪৮ ওভারে পাকিস্তানের স্কোর ৩৩৫/৮
ইনিংসে আর দু ওভার বাকি, পাকিস্তান কত তোলে সেটাই এখন দেখার।
23 Jul 2023, 05:31 PM IST
আউট মেহরান
মেহরানকে ফেরালেন হর্ষিত। ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলেন মেহরান। সাফল্য পেলেন হর্ষিত রানা।
23 Jul 2023, 05:28 PM IST
৪৭ ওভারে পাকিস্তানের স্কোর ৩৩১/৭
শেষ তিন ওভারে কত রান তুলবে পাকিস্তান?
23 Jul 2023, 05:24 PM IST
তাহিরের পরে আউট মুবাসির
৪৭ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরলন মুবাসির। রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে আউট হন তিনি। ৪৬.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩২২/৭ রান।
23 Jul 2023, 05:18 PM IST
৪৫ ওভারে পাকিস্তানের স্কোর ৩১৪/৬
ফাইনালে ভারতের সামনে বড় স্কোর রাখতে চলেছে পাকিস্তান। শেষ পাঁচ ওভারে পাকিস্তান দল কত তোলে সেটাই এখন দেখার।
23 Jul 2023, 05:14 PM IST
আউট তাহির
৭১ বলে ১০৮ রান করে আউট হলেন তাহির। রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ৪৪.৫ বলে পাকিস্তানের স্কোর ৩১৩/৬ রান।
23 Jul 2023, 05:08 PM IST
৩০০ টপকাল পাকিস্তান
৪৪ ওভার শেষে ৩০০ টপকাল পাকিস্তান। তাহির ও মুবাসির ৯২ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়লেন দুই ব্যাটার।
শেষ হল ইনিংসের দ্বিতীয় পাওয়ার প্লে। দুরন্ত ব্যাট করছেন তাহির। সঙ্গে মুবাসির খানও তাঁকে সাহায্য করছেন। ৫৫ বলে ৮০ রান করেছেন তাহির। এখন দেখার পাকিস্তান দল শেষ ১০ ওভারে কত রান স্কোর বোর্ডে তোলে।
23 Jul 2023, 04:46 PM IST
ম্যাচের রাশ ধরছে পাকিস্তান
ম্যাচের রাশ এখন ধীরে ধীরে পাকিস্তান দলের হাতে চলে যাচ্ছে। তাহির যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে বেশ চাপে পড়ছে ভারত।
23 Jul 2023, 04:39 PM IST
তাহিরের অর্ধশতরান
অর্ধশতরান পূর্ণ করলেন তাহির। অভিষেক শর্মার ওভারে নিজের পঞ্চাশ করলেন তাহির। পাকিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহির। ৩৭ ওভার শেষে পাকিস্তান এ-র স্কোর ২৩২/৫ রান।
23 Jul 2023, 04:28 PM IST
২০০ টপকাল পাকিস্তান
৩৪তম ওভারে বল করতে আসেন রিয়ান পরাগ। এই ওভারে তাহির চার মেরে দলের রানকে ২০০ টপকান। ৩৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২০৪/৫ রান।
23 Jul 2023, 04:14 PM IST
৩০ ওভারে পাকিস্তানের স্কোর ১৯০/৫
ম্যাচে ফিরেছে ভারত। ৩০ ওভারের শেষে পাকিস্তান এ দল তুলেছে ১৯০ রান। রিয়ান পরাগের ওভারেই যেন ম্যাচের গতি বদলে গিয়েছে।
23 Jul 2023, 04:11 PM IST
আবার আউট…
এবার পাকিস্তানের অধিনায়ক মহম্মদ হ্যারিসকে আউট করলেন নিশান্ত সিন্ধু। পাকিস্তান পাঁচ উইকেট হারাল।
ফিল্ডার বললেন তিনি আউট নিতে সফল হননি, আম্পায়ার রিপ্লে দেখে বললেন এটা আউট। যাই হোক তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত এটা আউট। ফলে বড় জুটি ভেঙে দিলেন রিয়ান পরাগ।
23 Jul 2023, 03:51 PM IST
২৫ ওভারে পাকিস্তানের স্কোর ১৭০/২
বড় ইনিংসের দিকে এগিয়ে চলেছে পাকিস্তান দল। ওপেনারদের সাজঘরে ফিরে যাওয়ার পরে দারুণ ভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওমর ইউসুফ ও তায়াব তাহির।
23 Jul 2023, 03:39 PM IST
রান আউট সাহেবজাদা ফারহান
৬৫ রান করে রান আউট হলেন সাহেবজাদা ফারহান। যশ ধুল ও ধ্রুব জুয়েলের জুটিতে রন আউট হলেন সাহেবজাদা ফারহান। পাকিস্তানের স্কোর ১৪৬/২ রান।
23 Jul 2023, 03:34 PM IST
২০ ওভারে পাকিস্তানের স্কোর ১৩৬/১
ওমর ইউসুফ ও সাহেবজাদা ফারহান ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।
23 Jul 2023, 03:24 PM IST
আউটটটট সইম
মানব সুতারের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সইম। ৫১ বলে ৫৯ রান করেছেন পাকিস্তানের ওপেনার। এদিন তিনি সাতটি চার ও দুটি ছক্কা মেরেছেন। ১২১ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। আগের বলেই ছক্কা মেরেছিলেন সইম।
23 Jul 2023, 03:21 PM IST
১৭ ওভারে পাকিস্তানের স্কোর ১১৫/০
সইম ৫৩ ও ফারহান ৫৩ রান কর ক্রিজে রয়েছেন। তবে এখনও একটিও উইকেট তুলতে পারেনি ভারত।
23 Jul 2023, 03:12 PM IST
Emerging Asia Cup 2023 final Live: ৫০ করলেন সাহেবজাদা ফারহান
সইমের পরে ৫০ করলেন সাহেবজাদা ফারহান। দুই ওপেনারের অর্ধশতরানের ফলে বড় স্কোরের দিকে এগিয়ে চলেছে পাকিস্তান।
23 Jul 2023, 03:10 PM IST
Emerging Asia Cup 2023 final Live: ৫০ করলেন সইম আয়ুব
মাত্র ৪৩ বলে ৫০ করলেন সইম। ভারতের উপর আলাদা চাপ তৈরি করেছেন সইম। ফারহানও পঞ্চাশের পথে।
23 Jul 2023, 03:07 PM IST
Emerging Asia Cup 2023 final Live: ১০০ টপকাল পাকিস্তান
দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান এ দল। ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করেছে পাকিস্তান দল। ১৫তম ওভারেই ১০০ টপকে গিয়েছে পাকিস্তান এ দল।
23 Jul 2023, 03:05 PM IST
Emerging Asia Cup 2023 final Live: বোলিং-এ বদল
বল করতে এলেন মানব সুতার। এখন দেখার বোলিং-এ পরিবর্তন কি ভারতীয় দলে সাফল্য এনে দিতে পারবে।
23 Jul 2023, 03:00 PM IST
১৩ ওভারে পাকিস্তানের স্কোর ৮৬/০
এখনও উইকেট পেল না ভারত। পাকিস্তানের দুই ওপেনারকে আউট করতে পারেনি ভারতীয় বোলাররা।
23 Jul 2023, 02:56 PM IST
একটাও উইকেট হারায়নি পকিস্তান
যুবরাজ দোদিয়া ও অভিষেক শর্মাকে দিয়ে স্পিন অ্যাটাক করাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। তবে এখনও পাকিস্তানের ওপেনাররা ব্যাটিং করছেন।
23 Jul 2023, 02:50 PM IST
শেষ পাওয়ার প্লে ওয়ান
দশম ওভারে পাকিস্তান নিল ১৫ রান। ফলে দশ ওভার শেষে পাকিস্তান এ তুলল ৬৯ রান। প্রথম পাওয়ার প্লেতে খেলা নিজেদের হাতে খেলা ধরে রেখেছে পাকিস্তান।
23 Jul 2023, 02:44 PM IST
৫০ টপকাল পাকিস্তান
৮.৩ ওভারে ৫০ টপকাল ভারত। এখনও কোনও উইকেট হারায়নি পারকিস্তান। সইম ২৭ ও ফারহান ১৭ রন করে খেলছেন।
23 Jul 2023, 02:29 PM IST
চার ওভারে পাকিস্তানের স্কোর ৩৬/০
রাজবর্ধন হাঙ্গার্গেকরের বলে আউট হয়ে গিয়েছিলেন সইম আয়ুব। তবে শেষ পর্যন্ত নো বলের জন্য আউট হয়েও আউট হলেন না তিনি।
23 Jul 2023, 02:16 PM IST
দ্বিতীয় ওভারে পাকিস্তানের স্কোর ২২/০
দ্বিতীয় ওভার বল করতে এলেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। একদিক থেকে রান করে চলেছেন সইম আয়ুব। ১২ বলে ১৫ রান করেছেন তিনি।
23 Jul 2023, 02:09 PM IST
প্রথম ওভারে পাকিস্তানের স্কোর ১৩/০
সইম আয়ুব ও সাহেবজাদা ফারহান ব্যাট হাতে পাকিস্তানের ইনিংস শুরু করলেন। হর্ষিত রানার এই ওভারের চতুর্থ বলে ছক্কা মারলেন সইম আয়ুব। পঞ্চম বলে চার মারলেন আয়ুব। প্রথম ওভারে পাকিস্তান তুলল ১৩/০ রান।
23 Jul 2023, 02:05 PM IST
প্রথম ওভারে বল করতে এলেন হর্ষিত রানা
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের এই উইকেট একেবারে ফ্রেস। তাই উইকেটের চরিত্র না বুঝে ফিল্ডিং নিয়েছিল ভারত। আর প্রথম ওভার বল করলেন হর্ষিত রানা।
23 Jul 2023, 02:00 PM IST
মাঠে নেমেছে দুই দল
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারত ও পাকিস্তান মাঠে নেমে গিয়েছে। এবার শুরু ক্রিকেটের সবথেকে বড় লড়াই।
23 Jul 2023, 01:43 PM IST
টস জিতল ভারত
ফাইনাল ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের অধিনায়ক যশ ধুল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। পাকিস্তান এ দল প্রথমে ব্যাট করতে নামবে।
23 Jul 2023, 01:37 PM IST
দেখে নিন পাকিস্তানের ফাইনালের যাত্রা:-
কোন পথে ফাইনালে উঠেছিল পাকিস্তান:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১৮৪ রানে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৬০ রানে পরাজিত করে।
23 Jul 2023, 01:37 PM IST
দেখে নিন ভারতের ফাইনালের যাত্রা:-
১. গ্রুপ লিগের প্রথম ম্যাচে আমিরশাহিকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২. গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে।
৩. গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে বিধ্বস্ত করে।
৪. সেমিফাইনালে বাংলাদেশকে ৫১ রানে হারিয়ে দেয়।
23 Jul 2023, 01:22 PM IST
ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে HT বাংলার লাইভ ব্লগে স্বাগত
ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচে HT বাংলার লাইভ ব্লগে স্বাগত। গ্রুপ লিগের তিন ম্যাচ ও সেমিফাইনাল, চলতি এমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ভারত। অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল। খেতাবি লড়াইয়ে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যাদের গ্রুপের ম্যাচে ইতিমধ্যেই একবার হারিয়েছে ভারত।