খাদানের বিরাট সাফল্যের পর ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় ‘রঘু ডাকাত’ রূপে ফিরছেন দেব সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মাঝে শোনা গিয়েছিল খলনায়কের ভূমিকায় নাকি নজর কাড়তে চলেছেন অনির্বাণ। তবে এ বিষয়ে 'রঘু ডাকাত'-এর পরিচালক বা প্রযোজকদের পক্ষ থেকে এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি। যদিও ধ্রুবর পরিচালনায় 'গোলন্দাজ' বিশেষ ভূমিকায় নজর কেড়েছিলেন অনির্বাণ। আর এবার ছবিতে যোগ দিলেন দুই অভিনেত্রী। তাঁদের মধ্যে একজন হলেন সোহিনী সরকার আর একজন হলে দেবের 'খাদান'-এর নায়িকা ইধিকা পাল।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফের যুগ্ম প্রযোজনায় আসতে চলেছে ‘রঘু ডাকাত’। পুজোর সময় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর বৃহস্পতিবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স -এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, এই ছবিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ও ইধিকা পাল।
আরও পড়ুন: বিয়ের ১১ দিনের মাথায় ফের ছাদনাতলায় রুবেল! জানেন পাত্রী কে? দেখলে অবাক হবেন
গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেবের 'খাদান', সেখানে দেবেরই নায়িকা হয়েছিলেন ইধিকা। আর ‘রঘু ডাকাত’-এর হাত ধরে ফের দ্বিতীয়বারের মতো নায়কের সঙ্গে কাজ করতে চলেছেন ইধিকা। তবে ধ্রুবর সঙ্গে এটাই নায়িকার প্রথম কাজ। তবে কেবল ইধিকা নয় প্রথবারের মতো 'রঘু ডাকাত' -এ ধ্রুবর পরিচালনায় কাজ করতে চলেছেন সোহিনীও। অভিনেত্রীকে 'রঘু ডাকাত'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তবে সোহিনী বা ইধিকা কোন কোন চরিত্রে থাকছেন তা নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা।
শোনা যাচ্ছে এই ছবির শ্যুটং হতে পারে মহারাষ্ট্রে বিভিন্ন প্রান্তে। এর জন্য ইতিমধ্যেই রেইকিও নাকি হয়ে গিয়েছে। এখন নয় ২০২১ সালে 'রঘু ডাকাত' করার কথা ঘোষণা করেছিলেন দেব। তারপর থেকেই এই ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তবে সিনেমার কাজ আর এগোয়নি। তবে এবার অবশেষে আসতে চলেছে এই ছবি। ২০২৫-এর পুজোতে আসতে চলেছে ‘রঘু ডাকাত’।
আরও পড়ুন: আদর-অলেখার বিয়ে! কারিশ্মা থেকে নীতু কাপুর, কে কে ছিলেন অতিথি তালিকায়?
বরাবরই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পিরিয়ড ড্রামা নিয়ে কাজ করতে ভালবাসেন। এর আগে দেবের সঙ্গে ‘গোলন্দাজ’ ছবিতে কাজ করেছিলেন ধ্রুব। সেটিও ছিল একটি পিরিয়ড ড্রামা। তবে কেবল পিরিয়ড ড্রামা বলে নয় ধ্রুবর ছবি মানেই সেখানে থাকে ইতিহাসের ছোঁয়া যেমন- ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। ধ্রুবর শেষ ছবি ছিল 'বগলমামা জুগ জুগ জিও'। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ মুখোপাধ্যায়। অন্যদিকে, এর মধ্যেই পর্দায় মুক্তি পেতে চলেছে সোহিনীর 'অমর সঙ্গী'।