পশ্চিমবঙ্গের কলেজে ভরতির কেন্দ্রীয় পোর্টালে চ্যাটবট যুক্ত করা হতে পারে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর বিভিন্ন কলেজ এবং ꦉসাবজেক্ট কম্বিনেশন বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই প্রেক্ষিতে এবার কলেজে ভরতির আবেদনের সময় পড়ুয়াদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেজন্য কলেজে ভরতির কেন্দ্রীয় পোর্টালে (আন্ডার-গ্র্যাজুয়েট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল) কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের চূড়ান্ত ছাড়পত্র এখনও মেলেনি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে সংশ𝕴্লিষ্ট মহলের ধারণা।
পড়ুয়াদের স্বার্থেই চ্যাটবট চালুর পরিকল্পনা
ওই প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন൩ যে পড়ুয়াদের জন্য পুরো ভরতির প্রক্রিয়া আরও সহজ করে তোলার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তাঁরা যখন আবেদন করবেন, তখন ওই চ্যাটবটের মাধ্যমেই নিজেদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। থাকবে না কোনও ধন্দ। ফলে অন্য কারও সাহায্য ছাড়াই পড়ুয়ারা নিজেদের ফর্ম ফিল-আপ করতে পারবেন না বলে জানিয়েছেন ওই আধিকারিক।
গতবারের থেকে পোর্টালে বেশি পরিবর্তন করা হচ্ছে না
তবে সার্বিকভাবে কলেজে ভরতির কেন্দ্রীয় পোর্টালে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। ওই প্রতিবেদন অনুযায়ী, উচ্চশিক্ষা দফতরের আধিকারিক জানিয়েছেন, গত বছর যে কেন্দ্রীয় পোর্টাল তৈরি করা হয়েছিল, তাতে খুব বেশি কিছু পরিবর্তন করা হচ্ছে না। সেই প্রয়োজনও নেই। যেটুকু যা পরিবর্তন করা হচ্ছে, সেটা পড়ুয়াদের কথা মাথায় রেখে করা হচ্ছে। যাতে পড়ুয়ারা খুব সহজেই ফর্ম ꩵফিল-আপ করতে পারেন।
যদিও কবে থেকে কলেজে ভরতির জন্য কেন্দ্রীয় পোর্টাল খুলে দেওয়া হবে, তা স্পষ্ট নয়। ইতিমধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসি এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ করা হয়ে গিয়েছে। ফলে কলেজে ভরতির আবেদন করার জ💎ন্য পড়ুয়ারা কেন্দ্রীয় পোর্ꦯটাল খোলার অপেক্ষায় আছেন।
আরও পড়ুুন: ‘কোনও টিউশন নܫেই, রোজ সর্বোচ্চ ২০ ঘণ্টা নিজে 🔜পড়া..’, বলছেন CBSE দশম শ্রেণির ১০০ শতাংশ প্রাপ্ত টপার
কেন্দ্রীয় পোর্টালের গুরুত্বপূর্ণ বিষয়
১) পশ্চিমবঙ্গের কেন্দ্🙈রীয় পোর্টালের আওতায় ৪৬ꦛ০টি কলেজ আছে। আসন আছে নয় লাখের বেশি। মোট কোর্সের সংখ্যা ৭,০০০-র বেশি।